Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১০ দিন ব্যাপি গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
বিস্তারিত

#  অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ  

🔻🔻প্রশিক্ষণ বিজ্ঞপ্তি🔻🔻

প্রশিক্ষনের নামঃ ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা )।

প্রশিক্ষণের তারিখঃ # ২০ আগস্ট ২০২৩খ্রি. হতে ৩১ আগস্ট ২০২৩খ্রি. পর্যন্ত। 

#প্রশিক্ষণের_স্থানঃ জেলা কমান্ডেন্টের কার্যালয়, নোয়াখালী

আগামী ২০ /০৮/২০২৩ খ্রি. থেকে উপজেলা  আনসার ও ভিডিপি কার্যালয়ের অধীনে সিরাজপুরে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ /০৮/২০২৩ খ্রি.. তারিখের মধ্যে  উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, # কোম্পানীগঞ্জ নোয়াখালী-তে যোগাযোগ করতে বলা হয়েছে। 

▶▶ অবশ্যই সাথে যা যা আনতে হবেঃ-

✅ এন আই ডি কার্ড
✅ অষ্টম শ্রেণির সার্টিফিকেট
✅ প্রত্যয়ন পত্র/চেয়ারম্যান সনদ/কাউন্সিলর সনদ/নাগরিক সনদপত্র
✅ ব্যক্তিগত মোবাইল নাম্বার (সক্রিয়)
✅ ১৮-৩০ বছর হতে হবে।
✅ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার)।
✅ প্রার্থীকে সুস্বাস্থের অধিকারী।

▶▶১০ দিনের মৌলিক প্রশিক্ষণে শেষে যে যে সুবিধাসমূহ ভোগ করবেনঃ-  

 ◾বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণসহ সরকারি ২৬ টি ট্রেডে প্রশিক্ষণ করতে পারবেন।
যেমনঃ
----ক) ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা মৌলিক প্রশিক্ষণ
----খ) মোটর ড্রাইভিং প্রশিক্ষণ
----গ) বেসিক কম্পিউটার প্রশিক্ষণ
----ঘ) ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ
----ঙ) ক্যাটারিং সার্ভিস স্টাফ ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স
----চ) ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ
----ছ) অটোমকানিক্স প্রশিক্ষণ ইত্যাদি।

◾ এই প্রশিক্ষণ করলে নির্বাচন ও পূজা ডিউটি করতে পারবেন।
◾এছাড়াও বাহিনী প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
15/08/2023
আর্কাইভ তারিখ
31/08/2023